ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় শুভ হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM, Update: 10.05.2022 12:47:14 AM
কুমিল্লায় শুভ হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধনস্টাফ রিপোর্টার: আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের আড়াইওরা এলাকার শুভকে (১৬) নৃশংসভাবে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন কুমিল্লা (দ.) জেলা শাখা। মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল, বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন কুমিল্লা (দ.) জেলা শাখার সভাপতি পলাশ আহমেদ সাধারন সম্পাদক এইচ এম ওবায়দুল হক , পরশ , সাজিদুল ইসলাম ও উপস্থিত বক্তারা ।
এদিকে হত্যাকান্ডে প্রধান আসামী ও সহযোগী আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ । হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে রবিবারে বিকালে কান্দিরপার পূবালী চত্বরে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে মামলার সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আর যেনো এমন সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আর্কশন করেন বক্তারা ।