হোমনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি ||
‘হে নূতন,/ দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ।/ তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন/সূর্যের মতন।/ রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন।/ ব্যক্ত হোক জীবনের জয়,/ ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়।/ উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে/ চির-নূতনেরে দিল ডাক/ পঁচিশে বৈশাখ।/’
শ্রদ্ধা ও ভালোবাসায় কুমিল্লার হোমনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। করোনার কারণে গত দুই বছর কবির জন্মবার্ষিকী ভার্চুয়াল পালিত হলেও এবছর অত্যন্ত সারম্বরে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগ গতকাল পািরষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। ভার্চুয়াল বক্তব্যে তিনি বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি ও বাংলা সাহিত্যে অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, খাদ্য কর্মকর্তা মো. ওয়াসিম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি দেলোয়ার।
উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ‘মঙ্গলালোকে...’ দলীয় সংগীতের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। একে একে নৃত্য, গান, কবিতা ও ছড়া পাঠের অনুষ্ঠানটি উপস্থিত দর্শক শ্রোতা ও অতিথিদের মনে প্রশান্তি দিয়েছিল।