ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অসাধারণ কামব্যাকে জিতল বসুন্ধরা কিংস
Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM
অসাধারণ কামব্যাকে জিতল বসুন্ধরা কিংসচলতি মৌসুমে একের পর এক কামব্যাক করে ম্যাচ জয় করছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে তিন গোল করে ফাইনালে পা দিয়েছে তারা। রিয়ালের সেই রূপকথার দুই দিন বাদেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে কামব্যাকের গল্প লিখল বসুন্ধরা কিংস। আজ মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে অস্কার ব্রুজোনের দল।
শুরু থেকে ঘর সামলানোয় ব্যস্ত থাকা মুক্তিযোদ্ধা সংসদ খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় ১৭ মিনিটে। মাঝমাঠ থেকে উড়ে আসা লং বল ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন আনিসুর রহমান জিকো। কিন্তু বল দখলের লড়াইয়ে সুদি আব্দুল্লাহর সঙ্গে পেরে ওঠেননি তিনি। বুরুন্ডির এই ফরোয়ার্ডের হেড জাল খুঁজে নেয়। আব্দুল্লাহর সঙ্গে সংঘর্ষে পড়ে জিকো পড়ে যাওয়ায় কিংসের খেলোয়াড়রা ফাউলের জোরালো আবেদন করলেও কর্ণপাত করেননি রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতার স্বস্তি ফেরে কিংসে। মিগেল ফিগেইরার লব ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে প্রতিরোধের সুযোগ না দিয়ে বাঁ পায়ের টোকায় দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন রবসন রোবিনহো। কিংসকে অস্বস্তিতে ফেলে ৬০ মিনিটে আবারও এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা আব্দুল্লাহ গতি দিয়ে কেষ্ট কুমার বোসকে পেছনে ফেলে গোলরক্ষক জিকোকে কাটিয়ে ফের মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেন।
৭৩ মিনিটে আবারও মিগেল ফিগেইরার একটু তুলে দেওয়া বল ধরে সাইড ভলিতে স্কোরলাইন ২-২ করেন এলিটা কিংসলে। ১০ মিনিট পর ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় কিংস। নিজেদের অর্ধ থেকে কাজী তারিক রায়হানের লম্বা ক্রস দুই ডিফেন্ডারের ফাঁকে থাকা সুমন রেজা পাওয়ার পর ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন। সুমনের এটি চতুর্থ গোল লিগে। এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এগারোতম স্থানে মুক্তিযোদ্ধা।