লুকাকুর জোড়া গোলের পরও চেলসির ড্র
Published : Sunday, 8 May, 2022 at 12:00 AM
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অতিরিক্ত সময়ে গোল হজম করে ড্র করেছে চেলসি। শনিবার স্টামফোর্ড ব্রিজে উলভসের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে টমাস থুখেলের শিষ্যরা। মার্কিন ব্যবসায়ী টড বোয়েলির চেলসি কিনে নেওয়ার পর এটিই ছিল দলটির প্রথম ম্যাচ।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন লুকাকু। এর দুই মিনিট পর ক্রিশ্চিয়ান পুলিসিকের পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করে ওই লুকাকুই। ম্যাচের ৭৯তম মিনিটে উলভসের হয়ে গোল করে ব্যবধান কমান ফ্রান্সিসকো ট্রিনকাও। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে সপ্তম মিনিটে গোল করে উলভসকে ড্র উপহার দেন কনর কোডি।
এই ড্রয়ের পরও লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই রয়েছে চেলসি। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। সমান ম্যাচে উলভসের পয়েন্ট ৫০, রয়েছে অষ্টম স্থানে। ৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি রয়েছে তালিকার শীর্ষে। এক পয়েন্ট কম নিয়ে লিভারপুল রয়েছে দুইয়ে।