ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় জখম ৪
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর ইছাপুরা আন্দির পাড় এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় পূর্ব বিরোধের জের ধরে হামলা চালিয়ে ৪ জনকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ মাকসুদ আলম, এসআই মোঃ শরীফুল আলম  ঘটনাস্থ পরিদর্শন করেন এবং আহতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার খোঁজ খবর নেয়।
স্থানীয় সূত্র, আহত আব্দুল মোমেন জানান জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর ইছাপুরা আন্দিরপাড় গ্রামের মৃত আব্দুল মোমেন গংদের সাথে একই এলাকার মৃত রৌশন আলীর ছেলে নজরুল ইসলাম গংদের পূর্ব বিরোধ চলে আসছে। এলাকায় এনিয়ে  নুরুল ইসলাম ওরফে ইছলা নুরু (৭০) বিরোধ চরম আকার ধারন করে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় আব্দুল মোমেন, আব্দুল কাইয়ূম স্থানীয় মসজিদে গেলে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে নুরুল ইসলাম ওরফে ইছলার নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র  নিয়ে হামলা চালিয়ে ৪ জন কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এসময় আহতদের শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং খবর পেয়ে বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, এস আই মোঃ শরীফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতরা অভিযোগ করেন তাদেরকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএনজিতে উঠালে সন্ত্রাসীরা তাদেরকে নামিয়ে দেয়। পরে অন্য যানবাহনে করে এলাকাবাসীর সহযোগিতায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হল আব্দুল মোমেন (৫৪), আব্দুল কাইয়ূম, রিফাত, আব্দুল আলিম।
এঘটনায় শুক্রবার আব্দুল মোমেন বুড়িচং থানায় ৭-৮ জনকে নামীয় এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিরা হল নুরুল ইসলাম ওরফে ইছলা, বাপ্পী, শরীফুল ইসলাম, রুহুল আমিন, সায়মন সহ অজ্ঞাত ৩-৪ জন।
এস আই মোঃ শরীফুল আলম জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। আহতদের খোজ খবর নিতে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার খবর নেই।