ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং মোকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে আলোচনা সভা ইফতার
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর মোক্ষম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার আয়োজনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আবুল হাসেম খান।
সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ আবুল হোসেন এবং পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.মাহাতাবুর রহমান, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ফারুক, ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী, ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অরুন কুমার পাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার পক্ষে অব.সেনা সদস্য গোলাম মোস্তফা তিনি মাদ্রাসায় শেখ রাসেল আইসিটি কর্ণার লাইব্রেরী স্থাপন করার দাবী জানান প্রধান অতিথির নিকট।
আরও উপস্থিত ছিলেন ইউপি আওয়ামী নেতা হাজী সুলতান আহম্মেদ, মোঃ সফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, জামাল হোসেন, সেলিম মিয়া, আব্দুল আউয়াল, ইউপি ছাত্রলীগির সভাপতি আব্দুল কাদের জিলানী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাসেম, ইউপি সদস্য যথাক্রমে সাংবাদিক জাকির হোসেন, অহিদুর রহমান, শাহ আলম, আবাদ হোসেন, নজরুল ইসলাম ভূইয়া, প্রমুখ।