শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধের বিকল্প নেই--অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি
Published : Saturday, 23 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, সাধারণ জনগণের জন্য হলেও আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হলে সকল মতামত ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া উত্তপাড়া ভূইয়া বাড়ি জামে মসজিদ মাঠে এক হাজার হতদরিদ্রের মাঝে ঈদ বস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত আরও বলেন, এলাকায় যদি রাজনৈতিক বিভেদ থাকে তাহেল ওই এলাকার উন্নয়নে বাঁধাগ্রস্ত হয়। আমি প্রত্যাশা করবো এলাকার উন্নয়নের দিকে থাকিয়ে হলেও সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।
তিনি মাদক মুক্ত সমাজ গড়তে ঊঠতি বয়সি ছেলে-মেয়েদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি মাদকাসক্ত হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানের চলাফেরায় কোন পরিবর্তন আসছে কিনা সেদিকে নজর রাখুন। সন্তানকে সন্দেহ করুন, তাতে আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হবে।
বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সেলিম ভূইয়া’র আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. রৌশন আলী প্রধান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, চান্দিনা পৌর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনির খন্দকার, বাড়েরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিন।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মান্নান ভূইয়া’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মনির হোসেন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দে, মনির হোসেন প্রমুখ।