নাঙ্গলকোটে আওয়ামীলীগের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল
Published : Monday, 18 April, 2022 at 12:00 AM
বারী উদ্দিন আহমেদ বাবর :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল শনিবার বিকেলে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় ভর্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু. উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, অর্থমন্ত্রীর একান্ত সচিব কে.এম.সিংহ রতন, উপজেলা আ’লীগ সাবেক সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আবু বক্কর ছিদ্দিক আবু, আবুল খায়ের আবু, মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, সাবেক পৌর মেয়র এ.কে.এম মনিরুজ্জামান খাঁন, উপজেলা আ’লীগ উপদেষ্টা পেরিয়া ইউপি চেয়ারম্যান এম.এ হামিদ, বাংগড্ডা ইউপি সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, এয়াকুব আলী মজুমদার, আ’লীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, নুরুল আফসার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।