ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
Published : Monday, 18 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়ার আয়োজনে ইফতার মাহফিলে সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শনিবার উৎসব কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে আইন শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আরিফুর রহমান বলেন, গত মার্চ মাসে ১৮ কেজি গাজা, ২০৫০ পিস ইয়াবা, ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা পূর্বক ৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দেবিদ্বারে আগের তুলনায় মামলার সংখ্যা কমে আসছে। পুলিশ রাতদিন নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। আমি দেবিদ্বারে সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই, বড় কোন সহিংসতা ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে। আগামী দিনেও দেবিদ্বারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা প্রত্যাশা করছি। ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার উপ-ব্যবস্থাপনা সম্পাদক অলিউল্লাহ্ তুহিন, ন্যাশনাল সার্ভে অরগানাইজেশন এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোজাফ্ফর আহমদ, জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়ার ছোট ভাই মো.মাহবুর মোর্শেদ। দেবিদ্বার  প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুম, হাজী মো. মামুনুর রশিদ, দেবিদ্বার  প্রেসক্লাবের সহ-সভাপতি ফখরুল ইসলাম সাগর, সহ-সভাপতি ডা.এনামুল হক, এসএম মাসুদ রানা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম। এর আগে দেবিদ্বারে শিশু পরিবার ও নিউ মার্কেট এলাকায় ভাসমান রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শেষে জিএফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়ার প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনায় দোয়া মুনাজাত করা হয়।