ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেতনের পুরোটা কৃষক সন্তানদের দিলেন হরভজন
Published : Sunday, 17 April, 2022 at 12:11 PM
বেতনের পুরোটা কৃষক সন্তানদের দিলেন হরভজনরাজনীতিতে নাম লিখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যাসন্তানদের শিক্ষার জন্য।

এক টুইটবার্তায় হরভজন লিখেছেন— ‘রাজ্যসভার সদস্য হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যাসন্তানদের জন্য দিয়ে দিতে চাই। যাতে ওরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। দেশের উন্নয়নের জন্যই আমার এ উদ্যোগ। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।’

গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হরভজন। বাইশ গজের পার্ট চুকিয়ে আম আদমি পার্টিতে নাম লিখিয়েছেন তিনি। রাজনীতিতে নেমেই রাজ্যসভার প্রার্থী হন ৪১ বছর বয়সি সাবেক এ অফস্পিনার। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হওয়ার পর ভাজ্জি জানিয়ে দিলেন, তিনি পাঞ্জাবের মেয়েদের উন্নতি ও নারীকল্যাণে পাশে দাঁড়াতে চান।

পাশাপাশি পাঞ্জাবের খেলার সার্বিক উন্নয়নের দিকটিতেও বিশেষ নজর দিচ্ছেন হরভজন। তিনি বলেন, তাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি পূরণ করার চেষ্টা করবেন। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।