ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ গেলো নারীর
Published : Monday, 28 February, 2022 at 12:00 AM
যশোরের শার্শায় শিম পাড়ার সময় গাছ থেকে পড়ে পারুল বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলোনিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল বেগম কলোনিপাড়ার বাসিন্দা আইজুল ইসলামের স্ত্রী।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, বাড়ির আঙিনায় শিম পাড়তে একটি গাছে উঠেছিলেন পারুল বেগম। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।