ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী প্রদর্শনী
Published : Monday, 28 February, 2022 at 12:00 AM
লাকসাম প্রতিনিধি।।
প্রাণিসম্পদ বিভাগ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক দিনব্যাপী  প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে ৪৬ টি স্টলে বিভিন্ন প্রজাতির গৃহপালিত পশু - পাখি, পোষা প্রাণী সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি বিভিন্ন ভেটেরিনারি ঔষধ কোম্পানি, ফিড কোম্পানী,এনজিও তাদের পণ্য সামগ্রীর কার্যক্রম সবার নিকট উপস্থাপন করেন।
সকাল ৯ টায় উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাকিবুল হাসান। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা। প্রচুর দর্শনার্থীদের উপস্থিতিতে প্রদর্শনীটি প্রাণবন্ত হয়ে উঠে। প্রদর্শনীতে বিনামূল্যে শিশুদের গরুর  দুধ ও ডিম খাওয়ানো শেষে বিকেলে বিভিন্ন স্টলে অংশ গ্রহণ কারীদের মাঝে ক্যাটাগরী অনুযায়ী পুরস্কার বিতরণ করা হয়।।