ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পোল্যান্ডে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে সরকার
Published : Monday, 28 February, 2022 at 12:00 AM
রাশিয়ার সামরিক আক্রমণের মুখে ইউক্রেন থেকে পোল্যান্ডে অবস্থান নেওয়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোল্যান্ডে অবস্থানরত সকল বাংলাদেশিদের নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমামের নম্বরের ( +৪৯ ১৫৭৭ ৮৬৭৬৩৭৬) হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অথবা ংবৎারপব.ধিৎংধ@িসড়ভধ.মড়া.নফ ইমেইলে দ্রুত প্রেরণ করুন।’
এছাড়া যারা যেসব প্রবাসী বাংলাদেশি বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যে যেখানে আটকা পড়েছেন তাদের নাম, মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানা +৪৯ ১৫৭৭ ৮৬৭৬৩৭৬ এই নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্রুত পাঠানোর অনুরোধ করেছে দূতাবাস।
দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতিতে যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন। পরিস্থিতি বিবেচনা করে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস আপনাদের সঙ্গে যোগাযোগ করে সুবিধাজনক সময়ে বর্ডারে পৌঁছে দেবে।