ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাসচাপায় প্রাণ গেলো স্বাস্থ্য পরিদর্শকের
Published : Monday, 28 February, 2022 at 12:00 AM
সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শরীফ জাকির হোসেন (৫০) নিহত হয়েছেন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার পুখুরিয়া-সদরপুর ফিডার সড়কের জাহানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন ফকির জানান, উপজেলার মানিকদহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে ইজিবাইকে জাহানপুর বাসস্ট্যান্ডে আসছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস ওই ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয় জনতা ইজিবাইকের ভেতর থেকে জাকির হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাটি ঘটেছে ফিডার সড়কে, তাই বিষয়টি ভাঙ্গা থানা পুলিশ দেখছে।