ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ফেন্সিডিল গাঁজা সহ আটক ৪
Published : Friday, 25 February, 2022 at 12:00 AM
মানিক দাস: চাঁদপুর নৌ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে লঞ্চের যাত্রী বেশে ফেন্সিডিল পাচারকালে নারীসহ  তিনজনকে আটক করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুটি কাপড়ের ব্যাগ ভর্তি অবস্থায় ২শ বোতল  ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলোঃ ঢাকা ডেমরার ঠুলঠিলা এলাকার  নাজিম উদ্দিন (৩২), তার স্ত্রী ঝর্না আক্তার (২০), চর জুশিগাও, গোসাইর হাট শরিয়তপুর ও   মোঃ সুজন (২০) দঃ  রামপুর কুমিল্লা সদর দক্ষিণ। দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর নৌ থানার উপ পরিদর্শক বাবুল বালা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে দুটি কাপড়ের ব্যাগে ভর্তিবস্থায় ২শ পিস ফেন্সিডিল উদ্ধার করে। তাকে সহায়তা করে এ এস আই বাবুল।
অপরদিকে বুধবার রাত সোয়া ১২ টায় নৌ থানা পুলিশ লঞ্চ টার্মিনাল ঘাটে অভিযান চালিয়ে পটুয়াখালীর চালিতা বনিয়া, মাতারবুনিয়া গ্রামের নাঈম সর্দার (২২) কে ২ কেজি গাঁজা সহ আটক করা হয়।
এ দিকে চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, জব্দকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ১ লাখ টাকা। পূর্বের রাতে জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে তিনি জানান।