বুড়িচংয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
Published : Friday, 25 February, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি অধিদপ্তরের ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রদর্শনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, উপজেলা ভাইস মহিলা চেয়ারম্যান পান্না আক্তার মাহাবুব।
সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন, সাবেক উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা ট্রেনিং অফিসার ডা. মেহেদী হাসান ভূইয়া, উপজেলা এল, ই, ডিনডা.সনজিতা রানী পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠান সমন্বয় ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইসরাত জেরিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ষোলন ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, সুপার মাওলানা সুফিকুর রহমান ভূইয়া, খামারী বিষ্ঞ কুমার ভট্টাচার্য্য, উপজেলা ডেইরি সেক্টর এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হক সোহাগ, মোঃ খসরুর আলম, মোঃ তাজুল ইসলাম, খায়রুল বাশার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন, আব্দুর রশিদ, মোঃ জাশেদ আলম, গোলাম মোস্তফা মোঃ ফখরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাহদী প্রমী ও রবিউল হাসান।
অনুষ্ঠানে ৪০ স্টলে বিভিন্ন প্রজাতির গবাদি পশু, হাস মোরগী, ভেড়া, গাড়ল, ষাড় প্রদর্শন করা হয়েছে। এতে ১৯জন শ্রেষ্ঠ প্রদর্শনকারীকে প্রধান অতিথি কুমিল্লা -৫ এর এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আবুল হাসেম খান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সহযোগিতা করে প্রাণি সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর।