ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :  
একুশ মানে বাংলা ভাষা, একুশ মানে ভাষার জন্য রফিক-সালাম-জব্বারের রক্ত দেয়া, একুশ মানে চেতনা, একুশ মানে মাথা নত না করা। কুমিল্লার লালমাই উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। সোমবার প্রথম প্রহর রাত ১২টা ১মি. বাজার সাথে সাথে উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার বেদীমূলে পুষ্পার্ঘ অর্পণ করে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, ইউএনও সাজিয়া আফরোজ, সহকারী কমিশনার ভূমি নাছরীন আক্তার, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি নাসরিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড.  শাহজাহান মজুমদার, দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন প্রমুখ।
লালমাই উপজেলা আওয়ামীলীগের পক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাষ্টার মোঃ জয়নাল আবেদীন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের রনি ।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এম এ মোতালেব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডঃ মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগ নেতা মোঃ লোকমান হোসেন,উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো,উপজেলা যুবলীগ নেতা প্রভাষক আমান উল্লাহ আমান,মোঃ আবদুর রহমান,খোকন,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ আনোয়ার হোসেন,সোহেল আহমেদ ।
উপজেলা ছাত্রলীগের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাব্বি,সহ-সভাপতি রিফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফয়সাল মাহমুদ,শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদিল শাফায়াত আদনান,উপজেলা প্রচার সম্পাদক আরজু,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রুবেল হোসেন ।
উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী মাহমুদা আক্তার উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ ফাতেমা,পেরুল উত্তর ইউনিয়নের সভাপতি বিউটি রাণী সিংহ,বাগমারা উত্তর ইউনিয়নের সভাপতি পারুল আক্তার।