শেষ মুহূর্তে দুই গোল করে জামালকে আটকাল রহমতগঞ্জ
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM
সানডে
চিজোবা ও ল্যান্সিন তোরের শেষ মুহূর্তের দুই গোলে শেখ জামাল ধানমন্ডি
ক্লাবের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড
সোসাইটি। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ প্রিমিয়ার লিগে সিলেট জেলা স্টেডিয়ামে
স্বাগতিক রহমতগঞ্জের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে শেখ জামাল। প্রথমার্ধে দুই
গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে আর লিড ধরে রাখতে পারেনি গতবারের লিগ
রানার্সাপরা।
২৩ ও ৪৪ মিনিটে দুই গোল করে শেখ জামালকে এগিয়ে নেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং।
দ্বিতীয়ার্ধে
৬৮মিনিটে পেনাল্টি থেকে গোল করে রহমতগঞ্জকে ম্যাচে ফেরান সিয়োভুজ আসরোরভ।
তবে ৭৫মিনিটে ডিফেন্ডার আতিকুজ্জামানের গোলে লিড বাড়িয়ে নেয় শেখ জামাল।
কিন্তু তখনো ছিল নাটকীয়তার বাকি। নব্বই মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে
চিজোবা এবং যোগ করা চার মিনিটের মাথায় আইভরি কোষ্টের ল্যান্সিন তোরে গোল
করে শেখ জামালকে জয় বঞ্চিত করে। এই ড্র'তে এবারের লিগে প্রথম পয়েন্ট অর্জন
করল রহমতগঞ্জ।
চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো শেখ
জামাল। চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে এগারতম স্থানে রহমতগঞ্জ, সমান ম্যাচে নয়
পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। শুক্রবার দুটি ম্যাচ, বসুন্ধরা কিংস
অ্যারেনায় বিকাল ৩টায় লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড। একই
সময়ে মুন্সিগঞ্জে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং
ক্লাব।