‘বোরকা-হিজাব পরেও স্কুটার চালানো যায়’
Published : Wednesday, 16 February, 2022 at 12:00 AM
ছেলেকে মাদ্রাসায় আনা নেয়ার প্রয়োজন থেকেই শুরু তানজিনা ইসলাম সোনিয়ার স্কুটার চালানোর আগ্রহ। স্কুটার ট্রেইনিং সেন্টারে নিয়েছেন প্রশিক্ষণ, কিনেছেন নিজের জন্য স্কুটারও। বোরকা এবং হিজাব ব্যবহার করেই এখন পুরোদমে স্কুটার চালিয়ে পারিবারিক কাজকর্ম ছাড়াও বিভিন্ন জায়গায় আসা যাওয়ার প্রয়োজন মেটান স্কুটারে। কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা তানজিনা পড়াশুনা শেষে নিপুন বিউটি পার্লার নামে একটি প্রতিষ্ঠানে পেশাদার বিউটিশিয়ানের কাজে নিয়োজিত আছেন।
স্কুটার ব্যবহার নিয়ে শুরু দিকে পরিবার থেকেও বাঁধার সম্মুখীন হতে হয়েছে তানজিনাকে। তবে যখন বোরকা ও হিজাব ব্যবহার করে তিনি নিময়মিত স্কুটার ব্যবহার করতে থাকলেন - তখন সবাই তাকে সমর্থন জানান বলে জানান তানজিনা ইসলাম সোনিয়া ।
তানজিনা জানান, আমি নিজে একজন মা। আমার ছেলেকে ভোর বেলা মাদ্রাসায় দিয়ে আসা এবং রাত করে নিয়ে আসার সময় প্রায়ই দেখা যেত রিকশা কিংবা ইজিবাইক পাওয়ায় যায় না। ভোগান্তিতে পরতে হয়। তখন মনে হলো- আমি যদি একটি স্কুটার নিতে পারি তাহলে মাদ্রাসায় আসা যাওয়া নিয়ে যেমন ভোগান্তিতে পরতে হবে না। সময়ও বাঁচবে, সাথে খরচও কমবে। যে হারে কুমিল্লাতে রিকশা ভাড়া, অটো ভাড়া বাড়ছে তার চেয়ে বরং একটা স্কুটার কিনে নেয়া ভালো। অন্যদিকে ইজিবাইক কিংবা অটোরকিশা শেয়ার করে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সময় লোকজনের কাছ থেকে নানান বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু স্কুটার ব্যবহারের পর থেকে আর সেই সমস্যা নেই, আমি নিজের স্কুটার নিজে চালিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারছি।
স্কুটার চালিয়েও কাজকর্ম সারতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হয় বলে জানালেন তানজিনা। তিনি জানান, শতকরা বিশ ভাগ মানুষ এখনো মেয়েদের বাইকিং বা স্কুটার চালানোটা বাঁকা চোঁখে দেখে। অনেকেই সহজে নিতে পারে না যে মেয়েরা বাইক চালাচ্ছে। তবে মেয়েরাই বাইকিংয়ে মেয়েদের সহযোগিতা করে আসছে। মানসিক ভাবে সাহস দিয়ে আসছে। যে কারনে সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায়। আর আমি যখন বোরকা এবং হিজাব পরেই স্কুটার চালাচ্ছি- এখন আমাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছে। স্কুটার চালাতে গিয়ে পোশাকে কোন সমস্যা নাই।যে কারনে এখন অনেকেই বিষয়টিকে সাপোর্ট করেন।
তানজিনার ইচ্ছা স্বাবলম্বী মেয়েরা চাইলেই নিজের জীবযাত্রা সহজ করার জন্য স্কুটার চালাতে পারেন। স্কুটার চালাতে পোশাক নিয়ে কোন ভোগান্তি নেই। তবে সবাই যেন নিরাপদে বাইকিং করেন, ট্রাফিক আইন মেনে হেলমেট পরে স্কুটার চালান-সেটিই হচ্ছে মুখ্য বিষয়।