বুড়িচংয়ে পীরযাত্রাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা
Published : Wednesday, 16 February, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের পীরযাত্রাপুর ইউনিয়ন পরিবার পরিকল্যাণ কেন্দ্রের সংবর্ধনা প্রদান করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরিবার পরিকল্যাণ কেন্দ্রে।
আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় নব নির্বাচিত পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহেরকে। নব নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিবার পরিকল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা. মোঃ শামীমুল ইসলাম বাবুল এবং অনুষ্ঠান পরিচালনা করেন পিিরবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মোঃ আউলাদ হোসেন। সভাপতি ডা. মোঃ শামীমুল ইসলাম বাবুল জানান যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক, জেলা সহকারী উপ- পরিচালক এবং বুড়িচং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নীর নিদের্শে ইউপি নব নির্বাচিত ও সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের কে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সংবর্ধিত নব নির্বাচিত প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের কে ফুলে ফুলে সিক্ত করেন পরিবার পরিকল্যাণ কেন্দ্রের সকল স্টাফ গণ।
সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোঃ আবু তাহের চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা কারী মোঃ মোস্তফা কামাল, সুপার মাওলনা সফিকুল ইসলাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সুবেদার গাজী সরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান আজাদ,মোঃ ফরিদ উদ্দিন, হাজী মোঃ নুরুল ইসলাম সর্দার,নওশের আলম ভূইয়া, সাবেক ইউপি মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সুলতানা আহাম্মদ মুন্সি মেম্বার সাবেক ইউপি মেম্বার মোঃ জসিম উদ্দিন (বড়বাড়ী)।
সংবর্ধিত নব নির্বাচিত ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে মোঃ আব্দুল হক , ডা. নজরুল ইসলাম, আতিকুল ইসলাম আবুল, জসিম উদ্দিন আবির, শেফাউল করিম, এম জামাল হোসেন, জয়নাল আবেদীন, তফাজ্জল হোসেন, রুমা আক্তার, আছমা আক্তার মান্নান, রেহেনা বেগম প্রমুখ।
আরও বক্তব্য রাখেন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিবার পরিকল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ফেরদৌসী আক্তার, পরিবার পরিকল্যাণ সহকারী নুরুন নাহার বেগম, পরিবার পরিকল্যাণ সহকারী বকুল আক্তার, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মোঃ গোলাম সামদানী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী মদিনা পিয়ারী।
উল্লেখ্য সভাপতি ডা.মোঃ শামীমুল ইসলাম বাবুল তার বক্তব্যে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সমস্যা গুলো সংবর্ধিত প্রধান অতিথির সামনে তুলে ধরেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের ডেলিভারি সহ যত সমস্যা আছে তিনি তা দ্রুত সমাধানের ব্যবস্থা করার আশ্বাস দেন।