ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন বন্ধ
Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিষ্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটির) ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল ১৪ ফেব্রুয়ারি সোমবার বৃহত্তর কুমিল্লা জেলার পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের জরুরি সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকবে বলে আন্দোলনে সহমত পোষণ করেন। বৃহত্তর কুমিল্লা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন একাত্ব পোষণ করে আন্দোলনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম মোহন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আমির হোসেনসহ ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
ছয় দফা দাবিগুলো হচ্ছে- জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫% করতে হবে। জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বা গেজেট আকারে প্রকাশ করতে হবে। সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের কথা বাতিল করতে হবে। কারণ প্রবেশ দ্বার ব্যবহারকারীরা অর্থাৎ সকল যানবাহন সরকারের নিয়ম মাফিক কর প্রদান করেন। ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ব্যতিত অন্য দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। মালিক কর্তৃক প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরী শ্রমিকদের ৫ লক্ষ টাকা দুর্ঘটনা বীমা প্রথা চালু করার জন্য বীমা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক সকল জ্বালানি ডিপো সংলগ্ন ট্যাংকলরী শ্রমিকদের জন্য পর্যাপ্ত শৌচাগার ও বিশ্রামাগার নিশ্চিত করতে হবে।