সড়কে একসঙ্গে ৫ ভাই নিহত, পরিবারের পাশে জেলা প্রশাসন
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে পিকআপ চাপায় একসঙ্গে নিহত পাঁচ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পরিবারটিকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ হতে সান্ত্বনা ও সমবেদনা জ্ঞাপন জানান। তাদের পরিবারের জরুরি ব্যয় নির্বাহের জন্য নগদ এক লাখ টাকা, খাদ্য ও শীতবস্ত্র দেন। সেখানে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান ও ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।
উল্লেখ্য, এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ ২৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও জেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবে বলে জানিয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডা. অনুপম সুশীল (৪৭), নিরুপম সুশীল (৪৫), দীপক সুশীল (৪০), চম্পক সুশীল (৩০) ও স্মরণ শীল (২৪)।