ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় আক্রান্তদের হৃদরোগের ঝুঁকি বাড়ে: গবেষণা
Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM
করোনাভাইরাসে মৃদু আক্রান্ত হলেও শনাক্তের পর অন্তত এক বছর হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বাড়ে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটিতে দেখা গেছে, কোভিড আক্রান্ত না হওয়া মানুষের তুলনায় আক্রান্তদের হৃৎপিণ্ড অচল ও স্ট্রোকের মতো ঘটনা বেশি। আন্তর্জাতিক জার্নাল ন্যাচার-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই বিষয়টি জানা গেছে।
মিজৌরির সেন্ট লুইসভিত্তিক ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক জিয়াদ আল-আলি জানান, তরুণ নাকি বয়স্ক, ধূমপান করেন নাকি করেন না, গুরুত্বপূর্ণ না। করোনা আক্রান্ত হলে ঝুঁকি রয়েছে।
গবেষণায় দেখা গেছে, ডায়বেটিস বা স্থূলতার মতো রিস্ক ফ্যাক্টর না থাকলেও ৬৫ বছরের কম বয়সীদেরও এই হৃদরোগ বাড়ার ঝুঁকি রয়েছে।
আল-আলি ও তার সহকর্মীরা এই গবেষণায় যুক্তরাষ্ট্রের ভেটেরান্স অ্যাফেয়ার্সের সংকলিত স্বাস্থ্য তথ্য পর্যালোচনা করেছেন। এতে তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অন্তত ৩০ দিন বেঁচে থাকা দেড় লাখের বেশি ভেটেরানের তথ্য আক্রান্ত না হওয়া দুটি গ্রুপের সঙ্গে তুলনা করেছেন। আক্রান্ত না হওয়া দুটি গ্রুপের মধ্যে একটিতে ৫০ লাখ মানুষ রয়েছেন যারা মহামারিতে ভেটেরান্স অ্যাফেয়ার্সের চিকিৎসা সেবা নিয়েছেন। অপর গ্রুপটিতেও প্রায় সমান সংখ্যক মানুষের তথ্য ছিল যারা করোনা ছড়িয়ে পড়ার আগে ২০১৭ সালে সেবা নেন।
গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর অন্তত এক বছরের মধ্যে ২০টি হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বেড়েছে। যেমন- সংক্রমিত না হওয়া গ্রুপের তুলনায় আক্রান্তদের মধ্যে ৫২ শতাংশের স্ট্রোকের ঝুঁকি ছিল। গবেষণায় অংশ নেওয়া প্রতি হাজারে সংক্রমিত না হওয়াদের তুলনায় আক্রান্তদের মধ্যে ৪ জন বেশি স্ট্রোক করছেন।
হৃৎপিণ্ড বিকল হওয়ার ঝুঁকি বেড়েছে ৭২ শতাংশ। অর্থাৎ সংক্রমিত না হওয়াদের চেয়ে করোনা রোগীদের মধ্যে ১২ জন বেশি ছিলেন। হৃৎপিণ্ডের জটিলতায় ভবিষ্যতে হাসপাতালে ভর্তিও বেড়েছে। এমনকি যারা হাসপাতালে ভর্তি হওয়া এড়িয়ে গেছেন তাদেরও বিভিন্ন ঝুঁকি রয়েছে।
ইলিনয়েসের শিকাগোভিত্তিক নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির হৃদরোগ বিশেষজ্ঞ হোসেই আর্দেহালি বলেন, কোভিডের হৃদপিণ্ডের জটিলতা এতদিন থাকে বলে যে তথ্য উঠে এসেছে তাতে আমি অবাক হয়েছি। কারণ মৃদু রোগের চেয়ে গুরুতর রোগে জটিলতার ঝুঁকি বাড়ায় বেশি। ফলে যারা এখনও টিকা নেননি তাদের তা দ্রুত নেওয়া উচিত।
গবেষণাটির সীমাবদ্ধতা নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন আর্দেহালি। তার মতে, সংক্রমিত না গ্রুপের করোনা পরীক্ষা করা হয়নি। ফলে এই গ্রুপে মৃদু আক্রান্ত থাকতে পারেন। আর গবেষণায় যেহেতু শুধু ভেটেরান্স অ্যাফেয়ার্সের তথ্য পর্যালোচনা করা হয়েছে যেখানে বেশিরভাগই শ্বেতাঙ্গ এবং পুরুষ, তাই এই ফলাফল পুরো জনগোষ্ঠীর বলে ধরে নেওয়া যাচ্ছে না।
তবে আর্দেহালি ও আল-আলি একমত হয়েছেন যে, বিশ্বের উচিত হৃদরোগ জটিলতার বৃদ্ধির বিষয়টি মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া উচিত।