ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
Published : Friday, 28 January, 2022 at 9:35 PM, Update: 28.01.2022 9:37:59 PM
কুমিল্লায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের অভিযোগ, গ্রেপ্তার হওয়া চক্রটি সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে চড়ামূল্যে বিক্রি করে আসছিলো। অভিযানে ১৪৩টি সিলিন্ডারসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।কুমিল্লায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
গ্রেপ্তারকৃতরা হচ্ছে কুমিল্লা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে  মোঃ আনোয়ার হোসেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মোঃ মিজান এর ছেলে মোঃ রিয়াজ এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাটপাড়া গ্রামের মৃত বলকিছ এর ছেলে আব্দুর রাজ্জাক।