আজ নাগাইশ দরবার শরিফের ৪৫তম ইসালে সাওয়াবের মাহফিল
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে পীরে কামেল মাওলানা আবদুর রাজ্জাক (রঃ) ৪৫ তম বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিল রাহমানিয়া দরবার (নাগাইশ দরবার) শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন খানকায়ে রাহমানিয়া দরবারের বর্তমান গদিনিশী মাওলানা মোস্তাক ফয়েজী পীর।
জানা যায়, আজ বাদ জোহর মাহফিলের কাজ শুরু হলেও মূল মাহফিলের কার্যক্রম শুরু হবে আছর নামাজ শেষে। জিকির দোয়া ও ওয়াজের মাধ্যমে মাহফিল শুরু হয়ে সারা রাতব্যাপী চলবে মাহফিলের কার্যক্রম। মাহফিলে উপস্থিত থেকে তাসরীফ আনবেন মাওলানা মুতিউল্লা সিদ্দিকী আল কুরাইসি পীর, মাওলানা আবদুল্লা হিল মাহরুফ আল ফাতেহী, মাওলানা শাইখুল ইসলাম শাইখ, পীরজাদা মাওলানা নাঈমুর রহমান, মাওলানা আনিছুর রহমান আশরাফী, মাওলানা ইয়াসিন আহমাদ ফারুকি সহ দেশের বিভিন্ন নামকরা ইসলামি স্কলার ও মাওলানাগণ।