ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ভারেল্লা উত্তর ইউপি আ’লীগের জরুরি সভা
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ২৬ জানুয়ারি আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
আলহাজ্ব আবদুর রহমান রবের সভাপতি সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি যথাক্রমে মো. আবুল কালাম আজাদ, আ: মতিন, আ: রব ভুইয়া, হাজী ফজলুর রহমান, মো. শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম মেম্বার, মো. মমতাজ খাঁন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম মাস্টার, মুক্তিযোদ্ধা আ: কাদের, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল আলীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাহআলম, মো. শাহজাহান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা: জসিম উদ্দীন, দপ্তর সম্পাদক মো. আজমির
হোসেন, মো. ফজলুল হক, লিয়াকত আলী মেম্বার, শাহআলম মেম্বার, হাজী অহিদ বেপারী, বজলুর রহমান, কোষাধ্যক্ষ আ: ছাত্তার, আওয়ামীলীগ নেতা মো. হুমায়ুন কবির, ইসমাইল, মহসিন, শাহআলম মেম্বার, আওয়ামীলীগ সদস্য মো. মহসিন,আলমগীর হোসেন, মোসলেম উদ্দীন, সফিকুল ইসলাম, যুবলীগ নেতা নুরে আলম মুন্সী, আবদুস ছালাম, ছাত্রলীগ নেতা আলআমিন, রুবেল আলম, মোবারক হোসেন, জসিম উদ্দীন, মিজান, খন্দকার রাসেল আহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শৃংখলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা-৫ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগ বুড়িচং উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার স্বাক্ষরিত এক যুক্ত লিখিত বিবৃতিতে ২৫ জানুয়ারি মঙ্গলবার যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছিলেন তারই সূত্র মোতাবেক গতকাল ২৬ জানুয়ারি বিকেল পর্যন্ত ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ সঠিক জবাব দিতে না পারায় উক্ত দলীয় পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ভারেল্লা উত্তর ইউনিয়নের ১ নং যুগ্ম সম্পাদক মো. মোরশেদ আলম মেম্বারকে উক্ত সাধারণ সম্পাদক পদে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।