Published : Monday, 24 January, 2022 at 12:00 AM, Update: 24.01.2022 1:55:01 AM

রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় পাঁচ কেজি গাঁজাসহ জাহিদ হাসান (২৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ জানুয়ারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক পাচারকারী জাহিদ হাসান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের সহবুল হক এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার উপ-পদির্শক (এস.আই) লতিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে তল্লাসী করে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।