Published : Monday, 24 January, 2022 at 12:00 AM, Update: 24.01.2022 1:54:57 AM

স্টাফ রিপোর্টার: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত শনিবার গভীর রাতে গলিয়ারা ইউনিয়নের একবালিয়া পূর্বপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজা ও ৭৫টি ইয়ারা ট্যাবলেটসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ১০টি মাদক এবং ২টি জিআর মামলার পরোয়ারাভুক্ত আসামী মো. শাহজাহান ওরফে পিচ্চি শাহজাহান (৪২) কে গ্রেফতার করেছেন। আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
পুলিশ জানায়, গত শনিবার গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই খালেদ মোশাররফ ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের একবালিয়া পূর্বপাড়ার আব্দুল মান্নানের পুত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ১০টি মাদক এবং ২টি জিআর মামলার পরোয়ারা ভুক্ত পলাতক আসামী মো. শাহজাহান ওরফে পিচ্চি শাহজাহানকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-২৭, তারিখ: ২৩/০১/২০২২ খ্রি.। আজ (গতকাল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।