ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাস্ক না পরায় গুনতে হচ্ছে জরিমানা
Published : Thursday, 20 January, 2022 at 12:00 AM, Update: 20.01.2022 12:43:28 AM
মাস্ক না পরায় গুনতে হচ্ছে জরিমানানিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এসব আদালতের সামনে পড়লে অজুহাত দেখালেও পার পাওয়া যাচ্ছে না। টিকা দেওয়ার সনদ দেখাতে না পারায় বাসচালককেও জরিমানা দিতে হয়েছে।
বুধবার রাজধানীর মালিবাগের আবুল হোসেন হোটেলসংলগ্ন এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ। তিনি জানিয়েছেন, সংক্রামক রোগ বিস্তারে ভূমিকা রাখার অভিযোগে দণ্ডবিধির ২৬৯ ধারায় আজ ১৪টি মামলা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪ হাজার ৪০০ টাকা। আইন অনুসারে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর খিলক্ষেত, মিরপুর, কলেজগেট, মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকা ঘুরে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে লোকজনের এমন উদাসীনতা দেখা গেছে। যাঁরা মাস্ক পরছেন না, তাঁরা নানা অজুহাত দেখিয়েছেন। এদিকে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার পরিণতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন জ্যেষ্ঠ জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল।
হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১১ দফা বিধিনিষেধ দিয়েছে সরকার। এসব বিধিনিষেধের প্রথমটিই হচ্ছে, ‘দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ প্রথম আলোকে বলেন, গণপরিবহন ও দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, পথচারীরা মাস্ক পরেছেন কি না, সেটা দেখা হয়েছে। একটি বাসের চালকের টিকা কার্ড না থাকায় এবং মুখে মাস্ক না থাকায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে তাঁর মতে, করোনার প্রথম ঢেউয়ের সময় মাস্ক পরার ক্ষেত্রে লোকজন যতটা অসচেতন ছিলেন, এবার ততটা নয়। মাস্কের ব্যবহার বেড়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কারণেও অনেকে মাস্ক পরছেন।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন জানান, আজ রাজধানীসহ ঢাকা জেলায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চারটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। জরিমানা আদায় করা হয়েছে ১২ হাজার টাকা। গতকাল মঙ্গলবার আট জায়গায় আটটি ভ্রাম্যমাণ আদালত ৬১টি মামলা করেন। জরিমানা আদায় হয় ১৬ হাজার ৫৫০ টাকা।