ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সদর দক্ষিণে গাঁজাসহ একজন গ্রেফতার
Published : Thursday, 20 January, 2022 at 12:00 AM, Update: 20.01.2022 12:43:25 AM
সদর দক্ষিণে গাঁজাসহ একজন গ্রেফতারস্টাফ রিপোর্টার: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর আব্দুল আলী ফিলিং ষ্টেশন থেকে ৬ কেজি গাঁজাসহ রবিউল হোসেন রাব্বী (২৩) ও পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন পরোয়ানা ভুক্ত পলাতক আসামীকেও গ্রেফতার করেছে। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই ফেরদৌস ও এএসআই দেলোয়ার সঙ্গীয়ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর আব্দুল আলী ফিলিং ষ্টেশনের সামনে থেকে ৬ কেজি গাঁজাসহ মোস্তফাপুর গ্রামের আবুল কালামের পুত্র রবিউল হোসেন রাব্বী কে গ্রেফতার করেছেন। সে স্কুল ব্যাগে করে গাঁজা নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল বলে জানা গেছে। এব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে ও তিন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।