ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন দিনে দেড় হাজার বুস্টার ডোজ প্রদান কুমিল্লায়
বুস্টার ডোজ নিলেন এমপি বাহার
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM, Update: 11.01.2022 12:38:50 AM

তিন দিনে দেড় হাজার বুস্টার ডোজ প্রদান কুমিল্লায়নিজস্ব প্রতিবেদক: করোনা টিকার বুস্টার ডোজ গ্রহন করেছেন কুমিল্লার দেড় হাজার মানুষ। ১০ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে ফ্রন্টলাইনার ও বয়স্কদের তালিকা থেকে এই বুস্টার ডোজ দেয়া হয়। সোমবার দুপুরের মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহন করেন সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহার। একই সাথে বুস্টার ডোজ গ্রহন করেন নারী নেত্রী এমপি পত্নী মেহেরুন্নেছা বাহার, কোতোয়ালি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ সহিদুর রহমান, ওসি তদন্ত কমল  কৃষ্ণ ধরসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল আজাদ, উপাধ্যক্ষ মোঃ ইজাজুল হক, মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সাজেদা বেগমসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, শুরুতেই ফ্রন্টলাইনার ও বয়স্কদের গুরুত্বের ভিত্তিতে বুস্টার ডোজ দেয়া হচ্ছে। ক্রমান্বয়ে জেলার সবাইকেই এই টিকার আওতায় আনা হচ্ছে।