ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাফির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ মনিরুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হাজী মোস্তফা ছারোয়ার খান, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টিটু, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ  কামাল হোসেন, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান যুবলীগ সদস্য মাসুদ আলী হায়দার, ছাত্রলীগের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক বাপ্পি, যুগ্মআহবায়ক আবু কাউছার দিপু।
এসময় বক্তারা বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙ্গালি জাতির শেষ আশ্রয়স্থল স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত-স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে আমাদের বিজয় পূর্ণতা লাভ করে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।