ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুজিববর্ষ ভুল বানান: ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ
Published : Saturday, 25 December, 2021 at 9:10 PM
মুজিববর্ষ ভুল বানান: ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষমহান বিজয় দিবসে গত ১৬ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের ডায়াসে ‘মুজিববর্ষ’ বানানে ভুলের জন্য ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, একটা মানুষ যখন তার ভুলের জন্য ক্ষমা চায়, তখন আর কী বলার থাকে? কামাল আবদুল নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।

মহান বিজয় দিবসের দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠান থেকে দেশবাসীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

শপথ অনুষ্ঠানের মঞ্চের ডায়াসে ‘মুজিববর্ষের শপথ’ লেখার বদলে লেখা হয়েছে ‘মুজিবর্ষের শপথ’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়।