Published : Friday, 24 December, 2021 at 12:00 AM, Update: 24.12.2021 1:08:17 AM

নিজস্ব প্রতিবেদক।।
হাসপাতালের নগরী কুমিল্লা, কিন্তু মানসম্পন্ন হাসপাতালের বড়ই অভাব। তাই জনসেবার লক্ষ্যে ২০২০ সালে যাত্রা শুরু নগরীর ঝাউতলার শহীদ সামছুল হক সড়কে "স্টার লাইফ হসপিটালের "। একবছরেই জনগনের সেবা দিয়ে আস্থা অর্জন করেছে হসপিটালিটি। একঝাক তরুণের সমন্বয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। তাদের নেতৃত্ব সহ হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য খাতের সাথে দীর্ঘ ৮ বছরের পথচলা ঝাউতলা এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী ও সংগঠক সজিব রায়।হসপিটালের এমডি সজিব রায় কর্মকার জানান, স্টার লাইফ হসপিটাল শতভাগ পরীক্ষার নিশ্চয়তা দিয়ে থাকে,বিশেষজ্ঞ চিকিৎসক এর সমন্বয়ে হাসপাতালটি পরিচালিত হচ্ছে। অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুল পরীক্ষার নিশ্চয়তা দিয়ে থাকে। সার্বক্ষনিক এম্বুলেন্স সেবা সহ সকল ধরসের প্যাথলজি পরীক্ষা করা হয়। সকল ধরনের অপারেশন সহ সার্বক্ষনিক ডিউটি ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। কোভিড-১৯ মহামারীতে হাসপাতাল টিতে করোনা আক্রান্ত্র রোগীদের সেবা দিয়ে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। হাসাপাতালের উন্নয়নে কুমিল্লা বাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
রোগীদের সেবার মান উন্নয়নে হাসপাতালের মান আরো উন্নয়নে নিজস্ব ভবনে স্থানারের পরিকল্পনা চলছে।