ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাইউস্টে ভিসির সম্ভাষণ এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে
Published : Thursday, 23 December, 2021 at 12:00 AM
গতকাল বুধবার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-বাইউস্ট ভিসির সম্ভাষণ এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য আয়োজন। উক্ত অনুষ্ঠানে ২০২০ এবং ২০২১ সালে বিভিন্ন বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) তার সম্ভাষণে শিক্ষার্থীদের তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের যোগ্য করে তোলার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের আশ্বস্থ করেন ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় বাইউস্ট প্রতিনিয়ত নিজেকে যুগোপযোগী করে তুলছে। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি ভালো মানুষ হয়ে গড়ে ওঠার ব্যাপারেও তিনি তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর কর্ণেল মো: মোশাররফ হোসেন (অব:), রেজিষ্ট্রার কর্ণেল সুমন কুমার বড়ুয়া (অব:), ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে কালচারাল ক্লাবের সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড সঙ্গীত।