
সাফ
অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে কাল ভারতের মোকাবেলা করবে
শ্রীলঙ্কার বিপক্ষে ১২-০ গোলের জয়ে উজ্জীবিত বাংলাদেশ। কমলাপুরের
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়
অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। ফাইনাল ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
হবে জানান স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন।
আজ মঙ্গলবার বাফুফের
কনফারেন্স রুমে অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী ছোটন
বলেন, 'টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ খেলে
স্বাগতিক দর্শকদের বিনোদন দেয়া। প্রথমিক এই লক্ষ্য পুরণ করায় আমি বাংলাদেশ
দলের মেয়েদের ধন্যবাদ জানাই। আশা করি এই ধারবাহিকতা ধরে রেখে অুনপ্রানীত
মেয়েরা ভারতের বিপক্ষে বুধবারের ফাইনালে আরো উজ্জীবিত হয়ে খেলবে। আশা করি
আমরা শিরোপা জয় করতে পারব। এ বিষয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী।'
চ্যাম্পিয়নশিপে
নিজের দলটিকে ভারসাম্যপূর্ণ উল্লেখ করে ছোটন আরো বলেছেন, ভারত সব সময়
শক্তিশারী দল গঠন করলেও ফাইনালে তার শিষ্যরা আরো ভাল খেলে লক্ষ্য অর্জনে
সক্ষম হবে। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নারী দলের কোচ বলেন, 'প্রতিটি
ম্যাচেই প্রায় সব খেলোয়াড় গোল পাচ্ছে। এটি দলের জন্য ভাল একটি দিক এবং এতে
তাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। তার আশা, ফাইনালে এই ধারাবাহিকতা অব্যাহত
রেখে সফলতা পাবে বাংলাদেশ।'