বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাপা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
ভোরে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে ও উপজেলা পরিষদ চত্ত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শারমিন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন, ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারোয়ার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নীসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে বিকাল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সাংবাদিকগণ শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করেন।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দারের নেতৃত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খানের পরিচালনায় এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর ম্যুরালে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান,আবুল হাসপম মেম্বার, হাজী মোঃ আবু তাহের চেয়ারম্যান, ডা. মোঃ আবু মুছা ভূইয়া, মোঃ আব্দুর রহিম মাষ্টার, অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ,উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ মতিন এমবিএ, সদর ইউপি আওয়ামী লীগ সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার, ইছাক মেম্বার,নেয়াজ আলী সর্দার, আব্দুল জলিল, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পীর যাত্রা পুর ইউপি সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, সুলতান আহমদ মুন্সী মেম্বার, বাকশীমুল ইউপি চেয়ারম্যান ও সভাপতি মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক হিমেল খান, আশিকুর রহমান খান, রিপন খান, অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম জহির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন ভূইয়া, নেতা মোঃ মাহাবুবুর রহমান ওয়ালটন, সিরাজুল ইসলাম ঠিকাদার, জহিরুল ইসলাম জহির, নাসির উদ্দিন, উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন, কামরুজ্জামান, সাহাব উদ্দিন সোহাগ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মিজানুর রহমানের দিক নির্দেশনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুলের নেতৃত্বে উপজেলার দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য বিজয় র্যারি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সদর ইউপি সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার,সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মেম্বার,আব্দুর রাজ্জাক, মানিক মিয়া, হাবিবুর রহমান মোল্লা, ডা.মোছেল উদ্দিন, বশিরুল হক ভূইয়া, ষোলনল ইউপি সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম, বাকশীমুল ইউপি সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, পীর যাত্রাপুর ইউপি সাধারণ সম্পাদক নওশের আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক খোকন খোকন মেম্বার, মোঃ আবাদ মিয়া, মোঃ মোস্তফা কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলন, নাজির মাহমুদ নছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল আলিম, মিজানুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল হোসেন চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন ভূইয়া, মোঃ মনির হোসেন ভূইয়া (২), সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল, যুবদলের নেতা মোঃ সাইফুল ইসলাম টিটু, মোঃ লিটন রেজা খান, মোঃ ফারুক মাষ্টার, উপজেলা তাতী দলের সদস্য সচিব আব্দুল খালেক, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন ভূইয়া, সোহাগ, আপেল, ইকরাম, জামশেদ, জামাল, শাওন, ফয়সাল প্রমুখ।
ছাত্র লীগ ঃ বুড়িচং উপজেলা বিআর ডিবির চেয়ারম্যান ও ছাত্র লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ভূইয়া ও ছাত্র লীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেলের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন,আরিফুর রহমান, ইমতিয়াজ আহমেদ ইমন, যুবলীগ নেতা মো সফিক, মো জসিম, মো কাউসার, তুহিন, আবু হাসান,ফারুক মেম্বার, সোলাইমান, মনির কুমিল্লা দ. জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো হাবিবুর রহমান হাছান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনি যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু, সোহেল আহমেদ,রানা, আসিফ হোসাইন, ইস্রাফিল, তোফায়েল, রাফি, আলমগীর, জুয়েল, আমির হামজা, রাকিব, রাব্বি, কাউসার, মাশিকুল, রকি, আনোয়ার রাহাত, হান্নান, নাসির, সাইফুল, শাওন, সাগর, স্বাধীন, রনি, ফাহিম, যোবায়ের, নাহিদ, হিমেল, জাহিদ, সিদার্থ, জিসান, হাসান, আরিফ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জসিম উদ্দিন মাষ্টার ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময়ে জাতীয় পার্টির বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বুড়িচং উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ সেলিম মিয়া খন্দকার, উপজেলা কমিটির সাবেক আহবায়ক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার। বুড়িচং উপজেলা কমিটির সভাপতি আবু ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মোঃ মজিবুর রহমান, এমরান হোসেন, মোঃ জসিম উদ্দিন সুমন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক একে জামাল উদ্দিন, মোঃ দুলাল হোসেন, মোঃ আলমাস মিয়া, পলাশ, মাসুম বিল্লাহ, মোঃ আমজাদ হোসেন, মাসুদ রানা, শরীফুল ইসলাম, নাজমুল হাসান, মোঃ আলমগীর হোসেন, সন্তোষ রবি দাশ, পরিমল চন্দ্র, জাহিদ হাসান, আমির, ইমরান, ইকবাল, বায়েজিদ, আমিন প্রমুখ।
বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ আবুল হাসেম, সহকারী অধ্যাপক মিয়া মোর্শেদ আনোয়ার, মোঃ এনামুল হক, নজরুল ইসলাম। ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জামান, মোসাঃ মনিরা ইসমিন, প্রভাষক গিয়াস উদ্দিন, মোঃ রবিউল হাসান, গোলাম মোস্তফা, মনিরুল ইসলাম, মাইন উদ্দিন প্রমুখ।