ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
Published : Monday, 13 December, 2021 at 1:30 PM
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবনলক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে তার স্বামী ইসমাইল হোসেন সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল স্ত্রী জ্যোৎস্না বেগমকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী সুজন। এর পর তার মরদেহটি হাসপাতাল মর্গে রেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় ২২ এপ্রিল নিহতের বাবা মো. বাহার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ  রায় দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।