ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ওমিক্রন’ নিয়ে একনেকে আলোচনা, সবাইকে মাস্ক পরার আহ্বান
Published : Tuesday, 7 December, 2021 at 1:47 PM
‘ওমিক্রন’ নিয়ে একনেকে আলোচনা, সবাইকে মাস্ক পরার আহ্বানকরোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে করোনার ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে চিহ্নিত করেছে। নতুন এই ধরনের বিস্তার নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। বিভিন্ন দেশে জারি হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা।

এমতাবস্থায় ‘ওমিক্রন’ নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচনা হয়েছে। এজন্য দেশবাসীকে আরও সতর্ক থাকাসহ মাস্ক পরার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। আজ একনেকে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ওমিক্রন’ নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। অধিক পরিমাণে সুরক্ষা নিতে হবে। ‘ওমিক্রন’র বিষয়টি একনেক সভায় আলোচনা হয়েছে। এটাকে অবহেলা করা যাবে না। সবাইকে আরও সতর্ক হতে হবে। ‘ওমিক্রন’ প্রতিরোধে প্রাথমিক সুরক্ষা হিসেবে সবাইকে মাস্ক পরতে হবে।