ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইসোলেশনের মেয়াদ বাড়লো নারী ক্রিকেটারদের
Published : Tuesday, 7 December, 2021 at 1:09 PM
আইসোলেশনের মেয়াদ বাড়লো নারী ক্রিকেটারদেরবিশ্বকাপ কোয়ালিফায়ারের মাঝপথে গত ১ ডিসেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনারগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। সেখানেই সোমবার দলের দুই ক্রিকেটারের করোনা ধরা পড়ে। এই কারণে মেয়েদের আইসোলেশনের সময়ও বাড়ানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের কারণে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয়েছে কয়েকটি দেশ ঘুরে। মূলত দক্ষিণ আফ্রিকান অঞ্চলে নতুন ওই ভ্যারিয়েন্টের কারণে ঝামেলার মুখোমুখি হতে হয় পুরো দলকে। ওই অঞ্চলে যাতায়াতকারী বেশিরভাগ ফ্লাইটই স্থগিত করে দিয়েছে বিভিন্ন দেশ। যেহেতু বাছাই পর্ব জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়েছে। সে কারণে ফ্লাইট পেতেও বিলম্ব হয়েছে। এরপর দেশে ফিরেই মেয়েদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে। 

দেশে ফেরার পর নারী দলের সব ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের বেশ কয়েকটি করোনা পরীক্ষা করানো হয়েছে। কোনও রিপোর্টেই করোনা পজিটিভ আসেনি। শনিবার দুপুরে করা পরীক্ষায় ওই দুই জনের রিপোর্টের ফল পজিটিভ এসেছে। তাদের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।