ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বৈঠকে দুই পররাষ্ট্র সচিব
Published : Tuesday, 7 December, 2021 at 12:59 PM
বৈঠকে দুই পররাষ্ট্র সচিবপররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকায় আসার পর দুপুর ১২টায় বৈঠকে বসেন তারা। এ প্রতিবেদন লেখাকালে বৈঠক চলছিল।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করবেন। বিজয় দিবসে রাষ্ট্রপতির সফর সামনে রেখে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি। আগামী (৮ ডিসেম্বর) বুধবার তিনি ঢাকা ছাড়বেন।  

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন।