
গত ৩ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা কমিটির আহ্বায়ক ও বখ্শীয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শী এর সভাপতিত্বে কান্দিরপাড়স্থ রকস্টার রেষ্টুরেন্টের ভিআইপি হল রুমে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব জনাব আবুল কালাম আজাদ এর পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শী হুজুর কেবলা। কাউন্সিল সম্পন্ন করার ব্যাপারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল হোসাইন, যুগ্ম আহ্বায়ক জনাব নাজমুল হাসান সরকার, কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন রেজভী, এডভোকেট আলাউদ্দিন,মোহাম্মদ মাহাবুবুল আলম, ডা. এমরান এইচ খান বখ্শী, জহিরুল ইসলাম বখ্শী,গাজী হাবিবুল বাশার, আহমেদ হোসাইন মানিক গাফফারী বখ্শী, মুহাম্মদ মোবারক হোসাইন শাহেদী বখ্শী প্রমুখ।
সভায় কুমিল্লা জেলা কাউন্সিল সুষ্ঠভাবে সম্পন্ন করার ব্যাপারে আলোচনা করা হয় এবং সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি মহোদয়ের শুভ জন্মদিন উপলক্ষে উনার দীর্ঘ হায়াত কামনায় মিলাদ,কিয়াম ও মোনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।