ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে  এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত
Published : Monday, 6 December, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
গত  বৃহস্পতিবার ২ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে একযোগে শুরু হওয়া গতকাল ৫ ডিসেম্বর এইচএসসি ও সমমান দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় বুড়িচং উপজেলায় গতকাল দ্বিতীয়  দিনের এইচএসসি পরীক্ষার্থীদের সকাল বেলা ‘যুক্তিবিদ্যা ১ম পত্র, এইচএসসি (বিএম) পরীক্ষার্থীর ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা এবং এইচএসসি ছাত্র/ছাত্রীদের বিকেল বেলায় হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বুড়িচং কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ কেন্দ্রে গতকাল ৫ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের ‘হিসাব বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৫৬ জন অংশগ্রহণ করছে। অনুপস্থিত রয়েছে ১ জন। পরীক্ষায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. গোলাম আযম। পরীক্ষায় ভারপ্রাপ্ত  কর্মকর্তা হিসেবে দায়্ত্বি পালন করছেন কালিকাপুর আবদুল মতিন সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম।
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ কেন্দ্রে গতকাল ৫ ডিসেম্বর ‘যুক্তিবিদ্যা’ বিষয়ের পরীক্ষায় ৯৯ জন  পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে অনুপস্থিত রয়েছে ২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ডা. মেহেদী হাসান, ভারপ্রাপ্ত  কর্মকর্তা হিসেবে দায়্ত্বি পালন করছেন বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম।
ফজলুর রহমান মেমো. কলেজ অব টেকনোলজি কেন্দ্রে  গতকাল ৫ ডিসেম্বর ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২’ বিষয়ের পরীক্ষায় ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬২  জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে অনুপস্থিত রয়েছে ৫ জন পরীক্ষার্থী। পরীক্ষায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান। কেন্দ্র সচিবের দায়্ত্বি পালন করছেন ওই কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. আবু তাহের। আবহাওয়া মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টি থাকার ফলে গতকাল কেন্দ্রের বাইরে অভিভাবকদের সমাবেশ তেমন একটা চোখে পড়েনি।