ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আজ গাউছিয়া রোকেয়া শাহী দরবার শরীফের ওয়াজ ও দোয়ার মাহফিল
Published : Monday, 6 December, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভুমি গাউছিয়া রোকেয়া শাহী দরবার শরীফের ওয়াজ ও দোয়ার মাহফিল আজ ৬ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।
জানা গেছে, প্রতি বছরের ন্যায়  এ বছর ১৫ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের। প্রধান মেহমান থাকবেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত্ব- তাহেরী।
এ ছাড়াও তফসির পেশ করবেন মুফতি মাওলানা যোবায়ের আহমেদ ফাতেহী বিন হোসাইনী, তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা হাফেজ আলমগীর হোসেন জালালী, মাওলানা খায়রুল বাশার তাহেরী বখ্শী, মাওলানা হাফেজ জাকির হোসেন সুন্নী আল ক্বাদরী। ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার মোল্লা ও সাবেক মেম্বার সফিকুল ইসলাম। উক্ত মহফিল পরিচালনা করবেন উক্ত দরবারের বড় শাহাজাদা মোহাম্মদ এনামুল হক বিল্লাল। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দয়াল নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জন্য সকলকে অনুরোধ করা হল।