ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় মৃত্যু ৫২ লাখ ৬৪ হাজার ছাড়াল
Published : Sunday, 5 December, 2021 at 1:26 PM
করোনায় মৃত্যু ৫২ লাখ ৬৪ হাজার ছাড়ালকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও পাঁচ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৫৮৩ জন। 

এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫২ লাখ ৬৪ হাজার ৩১৩ জন। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৬ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ১০০ জন। 

রোববার দুপুর ১টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৪ লাখ ৯ হাজার ৪৭ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন এবং মারা গেছেন ৮ লাখ ৮ হাজার ৬০৮ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ২৫৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৬২০ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৬০৬ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৯৫ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।