ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের স্কুল শাখায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের হিড়িক
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
এ বছর ¯কুল শাখায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের হিড়িক পড়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে। এ রিপোর্ট লেখা  পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণিতে ৬০(ষাট) আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ২৬৮৮ টি। এর মধ্যে ছাত্র ১৬১১ জন এবং ছাত্রী ১০৭৭ জন। ১টি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থীর আবেদন পড়েছে।ধারণা করা হচ্ছে আবেদনের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে।ভর্তির জন্য শিক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হবে কেন্দ্রিয়ভাবে অনুষ্ঠিত ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত  লটারিতে।।কুমিল্লা মহানগরীর দক্ষিণাংশে কোটবাড়ী রোড সংলগ্ন উত্তর শাকতলায় অতি মনোরম পরিবেশে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অবস্থান। তিন একর জায়গাজুড়ে প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের তত্বাবধানে ও কুমিল্লা শিক্ষাবোর্ডের অর্থায়নে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ হতে কলেজ শাখায়  ভর্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০১০-২০১১ শিক্ষাবর্ষ থেকে স্কুল শাখাও চালু করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজটি ১৮ সেপ্টেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ তারিখে সরকারিকরণ করা হয়।দৃষ্টিনন্দন অবকাঠামো সম্বলিত নিরিবিলি পরিবেশে কঠোর শৃঙ্খলা ও শক্তিশালী মনিটরিং ব্যবস্থার কারণে প্রতিষ্ঠানটির প্রতি অভিভাবকদের আস্তা ও আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  বর্তমান অধ্যক্ষ ড. এ কে এমদাদুল হক এর গতিশীল নেতৃত্বে দিন দিন কলেজটি এগিয়ে যাচ্ছে।  কলেজের শ্রেণিকক্ষে ক্লোজ সার্কিট ক্যামরা ও কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রিত সাউন্ড সিস্টেম স্থাপন, অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন যেমন- একই বিষয়ে একাধিক প্রশ্ন গ্রহণ, প্রশ্ন পত্র মডারেশন, উত্তর পত্র মূল্যায়নে কোডিং সিস্টেম চালু, অনলাইনে রেজাল্ট ম্যানেজমেন্ট সফ্টওয়্যার এর মাধ্যমে ফলাফল প্রকাশ, ডাইনামিক ওয়েবসাইট, ডিজিটাল পদ্ধতিতে বায়োমেট্রিক হাজিরা,অনলাইন পেমেন্ট ব্যবস্থা প্রবর্তন,কলেজ অভ্যন্তরে কোচিং, প্রাইভেট পড়ানো নিষিদ্ধকরণ, শ্রেণি কক্ষে মান সম্মত পাঠদান, ধারাবাহিক মূল্যায়নের প্রতি জোড় দেয়া ও নতুনত্ব আনয়ন, পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে চলার প্রবণতাসহ নানাবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনেক বেগবান হয়েছে। ইতোমধ্যে “বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক(বিডিরেন) এর অ্যাসোসিয়েট মেম্বার হয়েছে কলেজটি। জুম ফ্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল ক্লাস ও অনলাইনে বিভিন্ন কার্যক্রম চালু করে  প্রতিষ্ঠানটি সারা দেশে মর্যাদাপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে। সরাসরি পাঠদানের সাথে সাথে অনলাইন ক্লাসের ব্যবস্থা এখনও চালু রয়েছে। অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার- সিম্পোজিয়াম আয়োজনের ক্ষেত্রেও কলেজটি সবার নজর কেড়েছে। এ ছাড়া এ বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ,ঢাকা বিশ^বিদ্যালয়, প্রকৌশল বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর চান্স পাওয়ায় অভিভাবকদের নজর এখন নব্য সরকারিকৃত এ প্রতিষ্ঠানটির দিকে। উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজেটি ২০১৮ ও ২০১৯  সালে পর পর দ’ুবার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। জেলা পর্যায়ে এ কলেজের বর্তমান অধ্যক্ষ ড. এমদাদ পর পর ২ বার (২০১৭ ও ২০১৮সালে) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি অর্জন করেন। শিক্ষায় আইসিটি ভিত্তিক সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে সফলতা অর্জন করায় শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালে অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হককে বাংলাদেশ থেকে ইউনেস্কো আইসিটি অ্যাওয়ার্ড ও বৃত্তির জন্য মনোনয়ন প্রদান করে। অধ্যক্ষ ড. এমদাদ বলেন, আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিরলস কাজ করি। কাজ আমাদের নেশা। কাজের মাধ্যমে আমরা মানুষের আস্তা অর্জন করেছি। এ প্রতিষ্ঠানে যারা চান্স পাবে না তাদের কোন দোষ নেই। লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। এখানে চান্স না পেলে জীবন শেষ এটা ভাবা মোটেও ঠিক হবে না। অধ্যক্ষ ড. এমদাদ আরো বলেন,  জিলা স্কুল, ফয়জুন্নেছা, কালেক্টরেট স্কুল, শিক্ষাবোর্ড মডেল কলেজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।২০২২ শিক্ষাবর্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের স্কুল শাখায় ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি করা হবে। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে যঃঃঢ়://মংধ.ঃবষবঃষশ.পড়স.নফ এই ঠিকানায় করা যাবে। আগামী ০৮ ডিসেম্বর  বিকাল ৫.০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।  আবেদনকারীগণ অনলাইনে ‘ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আবেদন’  অপশনে গিয়ে আবেদন করতে হবে । আবেদনের সময় সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজটি সদর দক্ষিণ থানায় পাওয়া যাচ্ছে।  আগামী ১৫ ই ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।  ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি কলেজের ওয়েবসাইট িি.িপংনসপ.বফঁ.নফ হতে জানা যাবে। ছাত্রদের জন্য কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র হোস্টেল (গোমতি হোস্টেল) রয়েছে এবং ২০২২ সালের জানুয়ারি থেকে ছাত্রীদের জন্য কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ১টি ছাত্রী হোস্টেল (ময়নামতি হোস্টেল) চালু করা হবে।৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা হোস্টেলের সিটের জন্য আবেদন করতে পারবে।