কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM, Update: 05.12.2021 1:14:49 AM
রণবীর ঘোষ কিংকর।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশী পাঠানোর দাবীতে বিক্ষোভ করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।শনিবার (৪ ডিসেম্বর) চান্দিনা উপজেলা সদরের হাসপাতাল রোডে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের ওই বিক্ষোভ মিছিল শুরু করার পর পুলিশি বাঁধার মুখে পন্ড হয় বিক্ষোভ মিছিল। এর আগে বিক্ষোভ সমাবেশ করে তারা।এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন জসিম।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান শরীফ, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি, দেবিদ্বার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, ডা. তৌহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সহ-সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাইফুল ইসলাম সাজ্জাদ, এস. এম. রেজাউল করিম, ফারুক হোসেন বাদশা, আরিফ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, মাহবুব আলম, বোরহান উদ্দিন মামুন, ফরহাদ হোসেন, ফারুক আহমেদ, সাইফুল ইসলাম মূসা, জোবায়ের আহমেদ সুমন, সহ-সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, শুভ হাজারি, মাসুদ রানা, মো. সালেহ মূসা, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক এরশাদ হাজারি, সদস্য মো. রুবেল, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, চান্দিনা উপজেলা ছাত্রদল নেতা মো. সুমন, মো. সামিউল, মো. রাশেদ ভূঁইয়া, মো. ওসমান গনি, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া রায়হান, মো. সাকিব হাছান, মো. সাফায়েত হোসেন, মো. রাকিব প্রমুখ।