শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন এতিমখানার হাফেজ শিশুদের খাবার বিতরণ এবং মিলাদ মাহফিল দোয়া
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ কর্তৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বাংলাদেশ তথা (পূর্ব পাকিস্তান) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক- সাংবাদিক-কলামিস্ট শহীদ শেখ ফজলুল হক মণি'র ৮৩তম জন্মদিন পালন করা হয়েছে।
আওয়ামী যুবলীগের কুমিল্লা দক্ষিণ জেলার নেতা ইমতিয়াজ হাবিব সিনহার উদ্যোগে শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন এর নোয়াপাড়া আফজাল ড্রাইভার হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার একশত এতিম হাফেজ শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন এবং মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।
এসম উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ নেতা ওবায়েদ খান চৌধুরী আবির, কাজী নান্নু, শওকত আকবর,জামাল উদ্দিন রুবেল,সোহেল মজুমদার, মশিউর রহমান সরকার, ইয়াসিন আরাফাত সহ যুবলীগের নেতৃবৃন্দরা একত্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মোনাজাত সহ এতিমদের রান্না করা খাবার পরিবেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা দক্ষিণের নেতৃবৃন্দ।