কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে ওএমএস পয়েন্ট উদ্বোধন
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
হত-দরিদ্র, দিনমজুর ও অসহায় মানুষের নিকট ন্যায্য মূল্যে খোলা বাজারে চাউল ও আটা বিক্রির জন্য কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ড কাশারীপট্টি মসজিদ সংলগ্নে ওএমএস পয়েন্ট উদ্বোধন করা হয়।
শনিবার (৪ডিসেম্বর) সকালে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি থেকে পয়েন্টটি উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক মোঃ শাহিন মিয়া, সাবেক বিডিআর কর্মকর্তা বিশিষ্ট সমাজ সেবক কাজী আলী আফতাব, ওয়ার্ড আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: হানিফ, মামুন, বোরহান, মতিনসহ আরো অনেকে।
শুক্রবার ব্যতীত প্রতিদিনই দেওয়া হবে প্রতিটি পরিবারকে ১৮ টাকা দরে ৫ কেজি আটা, ৩০ টাকা দরে ৫ কেজি চাউল।
ন্যায্য মূল্যে চাউল ও আটা নিতে আসা এক মহিলা অনুভূতি শেয়ার করে বলেন, আমরা খুবই গরিব পরিবার দিন রোজগার করে দিনে খেতে হয়। বাজারে চাউল ও আটার যেই দাম ওএমএস সিস্টেম যদি সরকার চালু না করতো আমরা ভাতের মাড় খেয়ে বাচতে হতো। কম দামে আটা ও চাউল পেয়ে আমরা খুবই খুশি।
খাদ্য মন্ত্রণালয়ের অধিনে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ২১ টি পয়েন্টে দেওয়া হচ্ছে ওএমএস চাউল ও আটা তারই ধারাবাহিকতায় ১৫ নং ওয়ার্ড স্থানীয় যুবলীগ নেতা রিয়াজ আহমেদ সাঈদ ও বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আহমেদের পরিচালনায় বন্ধের দিন ব্যাতিত দেড়টন চাউল ও ১ টন আটা ভোক্তাদের নিটক দেওয়া হবে।