ওরাই আপনজন সংগঠনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
ওরাই আপনজন সংগঠনের উদ্যোগে শীতার্তদের মঝে কম্ভল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়েরর হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সৈয়দ জহিরুল হক স্বপন, হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন। মাস্টার মোঃ আবু হানিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন।
অনুষ্ঠানে ওরাই আপনজন সংগঠনের সভাপতি ও বরুড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ২৩০ জন শীতার্ত মানুষের মাঝে ভালো মানের কম্ভল বিতরণ করা হয়।